সাফজয়ী ৮ নারী ফুটবলারের পরিবার পেল ডিসির অনুদান

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে সানজিদার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার বাবাকে মিষ্টিমুখ করাচ্ছেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন। ছবি : এনটিভি
সাফ নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা। সেই আনন্দের অংশীদার হতে আজ বুধবার বিকেলে বিভাগীয় ও জেলা প্রশাসন ছুটে যায় সেই গ্রামে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী আট নারী ফুটবলারের প্রত্যেকের পরিবারকে মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং ৫০ হাজার টাকা করে চার লাখ টাকা শুভেচ্ছা অনুদান দেন।
এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, নারী ফুটবলারদের ময়মনসিংহ জেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন বলেন, তারা যাতে হারিয়ে না যায়, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।