স্বপ্ন সত্যি হওয়ায় উচ্ছ্বসিত মাহমুদুল

জাতীয় ক্রিকেট লিগে দারুণ করেছেন মাহমুদুল হাসান জয়। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার খুব দ্রুত পেয়ে গেলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের টেস্ট দলে। জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তরুণ এ ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অনেকটা চমক হিসেবে রেজাউর রহমান রাজার সঙ্গে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলের যেকোনো সংস্করণেই প্রথম বার সুযোগ পেলেন তাঁরা। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আজ প্রথম বার বিসিবির ভিডিও বার্তায় হাজির হলেন দুজন। রাজা জানালেন ক্রিকেটার হওয়ার গল্প, আর মাহমুদুল জানালেন, নিজের উচ্ছ্বাসের কথা।
এক ভিডিও বার্তায় মাহমুদুল বলেন, ‘আসলে এ অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। প্রথম বারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।’
এরপর মাহমুদুল বলেন, ‘জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি এবং এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য। এখন আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করব।’
আরেক ভিডিও বার্তায় রাজা বলেছিলেন,‘“আসলে টেপ টেনিস খেলা থেকে মূলত (ক্রিকেটার হওয়ার) অনুপ্রাণিত হওয়া। এলাকায় টেপ টেনিস খেলতাম। তখন একটা ক্রিকেট বলের টুর্নামেন্ট হয়েছিল। আমি সেখানে খেলতে যাই। বড় ভাইরা আমার বোলিং দেখে বলছিলেন, ‘তোর বোলিং ভালো হচ্ছে, চাইলে স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করতে পারিস।’’’
সেখান থেকেই যাত্রা শুরু রাজার, ‘তো, আমি বড় ভাইদের কথা শুনে অনুশীলনে গেলাম। অনুশীলনে গিয়ে আমার মনে হলো যে, ইনশাআল্লাহ আমি পারব। এভাবেই আসলে আমার ক্রিকেটে আসা।’
মাহমুদুল ও রেজাউর দুজনই গত কিছুদিনে খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দল ও এইচপি স্কোয়াডে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যাট হাতে দারুণ ভূমিকা ছিল তরুণ এ ব্যাটারের।