৩০ সেকেন্ডের জন্য মাস্ক খোলার অনুমতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/29/-olympics-games-face-mask-1.jpg)
চলমান অলিম্পিক গেমসে ৫০টি ডিসিপ্লিনে ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। ৩৩৯টি স্বর্ণপদকের জন্য লড়ছেন ক্রীড়াবিদরা। করোনার মধ্যেই চলছে এবারের অলিম্পিক গেমস। গেমস ভিলেজে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। জৈব-সুরক্ষা বলয়ে থাকা অ্যাথলেট-কর্মকর্তারাও বাদ পড়ছেন না করোনার থাবা থেকে।
আইওসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, করোনা থেকে বাঁচতে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। মাঠ ও গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলেট ও সংবাদকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক। তবে অ্যাথলেটদের অনুরোধে এবার কিছুটা নমনীয় হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পদক জয়ের পর তোলা ছবিতে মাস্ক মুখ থেকে সরানোর অনুমতি দিল তারা। মূলত ছবি তোলার ৩০ সেকেন্ড সময় অ্যাথলেটরা মাস্ক ছাড়া থাকতে পারবেন বলে জানিয়েছে আইওসি।