এবার কোপা দেল রে জয়ের মিশন বার্সেলোনার

ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে কোনো ক্লাবই এখন পর্যন্ত দুইটি ‘ট্রেবল’ জয়ের গৌরব অর্জন করতে পারেনি। এবারের মৌসুমে বার্সেলোনা দাঁড়িয়ে আছে সেই অনন্য কৃতিত্ব অর্জনের দ্বারপ্রান্তে। আর মাত্র দুইটি ম্যাচ জিততে পারলেই দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আনন্দে মেতে উঠতে পারবে কাতালানরা।
লা লিগার শিরোপা ইতিমধ্যেই জিতে নিয়েছে বার্সা। পরবর্তী মিশন কোপা দেল রে। শনিবার দিবাগত রাত দেড়টায় শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। খেলাটি হবে তাদের নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবে বার্সেলোনা।
অতীত ইতিহাসও আছে বার্সেলোনার পক্ষে। গত সাত বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বিলবাও। এর আগের দুটি লড়াইয়েই বিলবাওকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। ২০০৯ সালে প্রথমবারের মতো ট্রেবল জয়ের পথে বার্সা জিতেছিল ৪-১ গোলে। ২০১২ সালে বার্সার কোচ হিসেবে পেপ গার্দিওলার শেষ ম্যাচেও জয়টা ছিল ৩ গোলের ব্যবধানে। ৩-০। এবারও নিশ্চিতভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইবেন মেসি-নেইমার-জাভি-ইনিয়েস্তারা।
এবারের মৌসুমের দুটি ম্যাচেও অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে বার্সেলোনা। এবারও জয় তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি বলেছেন, ‘লা লিগা জিততে পেরে আমরা খুবই গর্বিত। এবার কোপা দেল রে ফাইনালের পালা। মনে হতে পারে যে এটা একটা ছোট শিরোপা। কিন্তু আমাদের কাছে এটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ট্রফিকেসে আরেকটা শিরোপা জমা হবে। আর আমরা খুব ভালোমতোই জানি যে সেটা কীভাবে করতে হয়।’
পুরো মৌসুমেই বার্সার রক্ষণভাগ খুব দারুণভাবে সামলেছেন পিকে। লা লিগার ৩৮ ম্যাচে বার্সার জালে ঢুকেছে মাত্র ২১ গোল। তবে তাদের ম্লান করে দিয়েছেন ‘এমএসএন’ খ্যাত মেসি-সুয়ারেজ-নেইমারের ত্রিফলা আক্রমণভাগ। তিনজন মিলে করেছেন ১১৭টি গোল। সুয়ারেজ ইনজুরির কবলে পড়লেও এই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ লুইস এনরিকে।
বার্সা যেখানে দেখছে ট্রেবল জয়ের স্বপ্ন, সেখানে অ্যাথলেটিক বিলবাও মরিয়া হয়ে আছে তাদের শিরোপা খরা কাটানোর জন্য। ১৯৮৩-৮৪ মৌসুমে শেষবারের মতো লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছিল বিলবাও। তারপর থেকে বড় কোনো শিরোপাই ওঠেনি তাদের ট্রফিকেসে। এবারও দারুণ ফর্মে থাকা বার্সেলোনার কাছ থেকে শিরোপা ছিনিয়ে আনা যে সহজ ব্যাপার নয়, তা নিশ্চয়ই বুঝতে পারছে বিলবাও শিবির। তবে কাজটা কঠিন হলেও অসম্ভব না বলে মন্তব্য করেছেন বিলবাওয়ের তরুণ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস, ‘বার্সেলোনা অপ্রতিরোধ্য নয়। জয় আমরাও পেতে পারি। আমরা তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলব।’
শনিবার দিবাগত রাত দেড়টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।