বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন তাঁরা

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে মাত্র। তাই এখনই ম্যাচের জয়-পরাজয় সম্পর্কে বলা খুবই মুশকিল। ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাবে না জয়মাল্য পাবে কারা? অবশ্য তরুণ পেসার তাসকিন আহমেদ এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন। তা ছাড়া নিউজিল্যান্ড ওপেনার টম ল্যাথাম দুই দলেরই জয়ের সম্ভাবনার কথা বলেছেন।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮৯ রান করেছে। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে ২৬০ রান করে। ম্যাচে এখনো স্বাগতিকরা ২৯ রানে পিছিয়ে আছে।
এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে মনে করে তাসকিন বলেন, ‘আমাদের মনে রাখতে হবে কিছুদিন আগে ঘরের মাঠে আমরা ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমার বিশ্বাস নিউজিল্যান্ডের বিপক্ষেও আমাদের জয় পাওয়ার সামর্থ্য আছে। ম্যাচের এখন পর্যন্ত যে অবস্থা, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করলে আমরা জিততেও পারি।’
তাই রোববারের সকালটা দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে নিউজিল্যান্ড ওপেনার ল্যাথাম বলেন, ‘আগামীকাল সকালে যারাই ভালো খেলবে, ম্যাচে তাদের অবস্থান ভালো হবে। তবে আমি মনে করি ম্যাচে দুই দলের সমান সম্ভাবনা আছে।’
এর আগে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। প্রথম ইনিংসে অসাধারণ ব্যাট করেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ম্যাচটি বাঁচাতে পারেননি মুশফিক-তামিমরা।