ফ্রেঞ্চ ওপেনে ফেদেরার ব্যর্থ

মারিয়া শারাপোভার পর ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরারও। কোয়ার্টার ফাইনালে স্টানিস্লাস ভাভরিঙ্কার কাছে সরাসরি সেটে হেরে গেছেন এ সুইস তারকা। ম্যাচের ফল : ৬-৪, ৬-৩, ৭-৬। পুরুষ এককের অন্য কোয়ার্টার ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন জো উইলফ্রিড সঙ্গা।
ফেদেরারের মতো ভাভরিঙ্কাও সুইজারল্যান্ডের মানুষ। পুরুষদের দলগত টেনিসের সেরা প্রতিযোগিতা ডেভিস কাপে জুটি বেঁধে গত বছর স্বদেশকে শিরোপা এনে দিয়েছিলেন তাঁরা। তবে মুখোমুখি লড়াইয়ে ফেদেরার অনেক এগিয়ে। ফেদেরারের বিপক্ষে এর আগে ১৮ বার মুখোমুখি হয়ে ভাভরিঙ্কা জয় পেয়েছিলেন মাত্র দুবার। দুটিই জিতেছিলেন ক্লে কোর্টে। সর্বশেষ জয় এসেছিল গত বছর মন্টে কার্লো মাস্টার্সে।
কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবারই ফেদেরারকে প্রথম হারালেন ভাভরিঙ্কা। ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা-স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলেও স্বদেশী ভাভরিঙ্কার প্রশংসা করে ফেদেরার বলেছেন, ‘আজ আমার অনেক কিছুই ভালো হয়নি। তবে তা হয়েছে স্ট্যানের দুর্দান্ত শট নির্বাচন, চমৎকার ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড, জোরালো সার্ভিসের জন্য।’
এ নিয়ে চতুর্থবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন ভাভরিঙ্কা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন পরে শিরোপা জিতে নেওয়া নোভাক জোকোভিচের কাছে। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পা রাখার জন্য শেষ চারে তাঁকে লড়তে হবে সঙ্গার বিপক্ষে।
বুধবার ফ্রেঞ্চ ওপেনের দারুণ আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবেন ‘কিং অব ক্লে’ রাফায়েল নাদাল ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ। আরেক কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারে খেলবেন দাভিদ ফেরারের বিপক্ষে।