বাংলাদেশকে নিয়ে চিন্তিত ভারত : করুন নায়ার
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছরে ভারতের সঙ্গে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে টেস্ট ম্যাচের সংখ্যা তো আরো কম। এবারও কেবল একটি মাত্র টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ জাতীয় দল। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে হবে একমাত্র ম্যাচটি।
টেস্টে শক্তি ও পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তা ছাড়া ঘরের মাটিতে খেলা বলে বাংলাদেশের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকবে ভারত। আর টেস্টের র্যাংকিংয়ে ভারত যেখানে এক নম্বরে রয়েছে, সেখানে বাংলাদেশ রয়েছে নবম অবস্থানে—এ বিষয়ও এগিয়ে রাখছে ভারতকে। তবে বিষয়টি সেভাবে দেখতে চান না করুন নায়ার।
কয়েক দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করে রাতারাতি নায়ক হয়ে যান করুন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় দলে রয়েছেন বিধ্বংসী এই ব্যাটসম্যান। টাইগারদের বিপক্ষেও জ্বলে উঠতে চান নায়ার। টেস্ট একাদশে জায়গাটা পাকা না হলেও বাংলাদেশের বিপক্ষে নায়ারের খেলার সম্ভাবনা বেশি।
উদীয়মান এই ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বর্তমান সময়ে দারুণ খেলছে তারা।’ প্রতিপক্ষকে সমীহ করলেও ভারতকে এগিয়ে রাখতে ভোলেননি করুন নায়ার, ‘আমরা এখন টেস্টের শীর্ষস্থানে রয়েছি, আমাদের দলও অনেক শক্তিশালী।’ বাংলাদেশের পরপরই অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলবে ভারত। অসিদের পাশাপাশি বাংলাদেশকে নিয়েও নিজের চিন্তার কথা জানান নায়ার, ‘অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকে নিয়েও ভাবছি আমরা।’