‘দুয়ো’ উপেক্ষা করেই ফাইনালে ভাভরিঙ্কা

ডেভিস কাপে ফ্রান্সকে হারানোর পর ফরাসিদের নিয়ে বেশ ব্যঙ্গ-বিদ্রূপ করেছিলেন স্টানিস্লাস ভাভরিঙ্কা। ফ্রেঞ্চ ওপেন খেলতে এসে যার মাশুল দিচ্ছেন দর্শকদের দুয়ো শুনে। সেমিফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গার বিপক্ষে খেলতে নেমে তো একেবারে জেরবার হতে হয়েছেন ভাভরিঙ্কাকে। তবে দর্শকদের সব দুয়ো উপেক্ষা করে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে ডেভিস কাপ জয়ের সঙ্গী রজার ফেদেরারকে হারানো ভাভরিঙ্কা সেমিফাইনালে জিতেছেন ৬-৩, ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে। তবে ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন করতালি নয়, ‘উপহার’ পেয়েছেন বিদ্রূপের দুয়ো।
তা নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা, ‘আমার সঙ্গে আগেও এমন হয়েছে। গত বছর ডেভিস কাপে আমি যা বলেছিলাম এটা হয়তো তারই প্রতিক্রিয়া। আমি হয়তো এমন কিছু বলেছিলাম যা মানুষকে একটু বেশিই আঘাত করেছে। তবে আমি কাউকে আঘাত দিতে চাইনি। পুরোটাই ছিল রসিকতা। মানুষ অবশ্য সবই মনে রাখে।’ চতুর্থ রাউন্ডে আরেক ফরাসি জিল সিমঁকে হারানোর পরও দুয়ো শুনতে হয়েছিল ভাভরিঙ্কাকে।
শুক্রবার ফ্রেঞ্চ ওপেনের অন্য সেমিফাইনাল নিয়েই বেশি আগ্রহ ছিল টেনিসপ্রেমীদের। নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের লড়াই ঝড়ের কারণে শেষ হতে পারেনি। সে সময় ৬-৩, ৬-৩, ৫-৭, ৩-৩ গেমে এগিয়ে ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ। যেখানে থেমেছিল, শনিবার সেখান থেকেই শুরু হবে খেলা।