বোল্ট হতে চান কোহলি!
মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই কোহলি এখন রাজাধিরাজ। ব্যাট হাতে শাসন করে চলেছেন গোটা বিশ্ব। বোলারদের ঘুম হারাম করেছে রেখেছেন ভারত অধিনায়ক। পিচ, কন্ডিশন সব কিছুকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রানের পাহাড়ে চড়ে বসছেন বিরাট। মাঠের বাইরেও দুর্দান্ত ফর্ম চলছে ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কাণ্ডারির। প্রেমের মাঠে রীতিমতো সফল তিনি। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও কোহলি ছাড়িয়ে যাচ্ছেন অনেককে। অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকে ২০ থেকে ২৫ শতাংশ ব্যান্ড ভ্যালু বেড়েছে তাঁর। বর্তমানে ২০টি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভারত অধিনায়ক।
ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার সঙ্গে আট বছরের চুক্তি স্বাক্ষর করেছেন বিরাট কোহলি। চুক্তির মূল্যটাও আকাশছোঁয়া, ১১০ কোটি টাকা! এই চুক্তিমতে প্রতিবছর কোহলির ঘরে আসবে প্রায় ১২-১৪ কোটি টাকা। কোহলির আগে উসাইন বোল্ট, থিয়েরি অরিরা পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
এই চুক্তি করে প্রথম ভারতীয় হিসেবে বোল্টদের কাতারে চলে এলেন কোহলি। পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় কোহলিকে অভিনন্দন জানিয়েছেন উসাইন বোল্ট। বোল্ট বলেন, ‘কোহলি তোমার পছন্দ দারুণ। এবার পরের ধাপে যাওয়ার পালা।’ বোল্টের টুইট দেখে দারুণ খুশি কোহলি। তবে এবার নতুন ইচ্ছা জেঁকে বসে কোহলির মনে। উসাইন বোল্টের মতো দৌড়াতে চান তিনি!
বোল্টের টুইটারের জবাব দিতে খুব একটা দেরি করেননি কোহলি। রিটুইট করে কোহলি বলেন, ‘একদিন তোমার (বোল্ট) মতো দ্রুত দৌড়াতে চাই। ধন্যবাদ কিংবদন্তি।’