তিন পয়েন্ট পেয়েই খুশি নেইমার

জয় সব সময়ই মধুর, তা সে যেভাবেই হোক। পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়টা সহজে আসেনি। তবে শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে কোপা আমেরিকা শুরু করতে পেরে নেইমার দারুণ খুশি। ম্যাচের সেরা খেলোয়াড়ের কাছে তিন পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রোববার রাতে ব্রাজিলের ২-১ গোলের জয়ে নেইমারের অবদান সবচেয়ে বেশি। তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ার দুই মিনিট পর বার্সা-তারকার গোল সমতায় ফেরায় ‘সেলেসাও’দের। এর পর দীর্ঘক্ষণ গোলের দেখা নেই। ম্যাচটা যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ইনজুরি সময়ে নেইমারের পাস থেকে গোল করে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন দগলাস কস্তা।
যেভাবেই হোক, জয় দিয়ে শুরু করতে পেরে নেইমার উচ্ছ্বসিত। খেলা শেষে তিনি বলেছেন, ‘এই প্রতিযোগিতা ভীষণ কঠিন। আমরা জয় পেয়েছি আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ মাত্র ২৩ বছর বয়সে ব্রাজিলের জার্সি গায়ে ৪৪টি গোল করতে পেরেও নেইমার গর্বিত, ‘আমি যেকোনো রেকর্ড গড়তেই ভালোবাসি। নিজে গোল করা বা সতীর্থদের দিয়ে গোল করানো যেভাবেই হোক, দলের জয়ে অবদান রাখতে পারলেই আমি খুশি।’
গত বিশ্বকাপে জার্মানির কাছে সাত গোল খাওয়ার লজ্জা পেছনে ফেলে ব্রাজিল আজ অন্য দল। সে জন্য দুঙ্গাকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। মানসিকভাবে ভেঙে পড়া একটা দলের দায়িত্ব নিয়ে টানা একাদশ জয় উদযাপন করলেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশ্বকাপ শেষে দ্বিতীয়বার কোচের দায়িত্ব নেওয়া দুঙ্গা নিজে অবশ্য এই জয়ের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন নেইমারকে, ‘নেইমার আবার আমাদের জন্য ফলাফল নির্ধারক হয়ে দাঁড়াল। স্পেনে দীর্ঘ এক মৌসুমে সে বার্সেলোনার হয়ে তিনটি ফাইনালে খেলেছে। কিন্তু জাতীয় দলে যোগ দিয়েই সব দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে।’