১২৪ রানে পিছিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে আছে মুশফিকের দল। সাকিব আল হাসান ১৮ ও মুশফিকুর রহিম ২ রানে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। ৩৩৮ রানের লক্ষ্যে পাঁচ উইকেটে ২১৪ রান করে দ্বিতীয় দিনটা শেষ করেছে বাংলাদেশ।
এর আগে আজ ম্যাচের দ্বিতীয় দিন তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলছিলেন নিজেদের সুনাম ধরে রেখে। তবে ৪৯ রানে আউট হয়েছেন তামিম। হেরাথের বলে লেগবিফোর হন বাংলাদেশি ওপেনার।
শুরুতে আম্পায়ার অবশ্য আউট দেননি তামিমকে, পরে রিভিউ চান হেরাথ। রিপ্লেতে দেখা যায়, বল তামিমের প্যাডে লেগে সোজা মিডল স্টাম্পে লাগত। এরপর টিভি আম্পায়ার আউট দেন তামিমকে। এরপর হাফ সেঞ্চুরি করার পর আউট হন সৌম্য সরকার। সান্দাকালের বলে বোল্ড হন এই ওপেনার। এটি সৌম্যর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।
সৌম্য বিদায় নেওয়ার পর ইমরুল কায়েস ও সাব্বির রহমান মিলে ৬২ রানের জুটি গড়েন। এর পরই টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন সান্দাকান। ৫৭তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েস ও পঞ্চম বলে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই বোলার। এরপরের ওভারে সাব্বিরকে ফিরিয়ে দেন লাকমল।
এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।
গতকাল প্রথম সেশনের পর থেকেই একা শ্রীলঙ্কাকে টেনে তুলেছেন দীনেশ চান্দিমাল। লঙ্কানদের স্কোরটা ৩০০ রানের কোটা পার করেই আউট হন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। মিরাজের বলে সৈকতের তালুবন্দি হওয়ার আগে ১৩৮ রান করেন চান্দিমাল। এর পর ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে লাকমলকে আউট করেন শুভাশীষ রায়। ৩৫ রান করেন লাকমল। লঙ্কানদের ইনিংসটা যে ৩৩০ রানের কোটা পার হলো তাতে সবচেয়ে বেশি অবদান এই দুজনেরই।
প্রথম দিনের সাত উইকেটে ২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। বাকি তিন উইকেটে আজ আরো ১০০ রান যোগ করে স্বাগতিকরা।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শুভাশীষ রায়।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, নিরোশান দিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা ও লক্ষ্মণ সান্দাকান।