‘রহস্যময় ভাইরাসে’ আক্রান্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা!

গতবারের মতো এবারো প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে শেষ হয়েছে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ের স্বপ্ন। এবারো ব্রাজিল হেরেছে টাইব্রেকারে। চার বছর আগের হতাশা আবারো ফিরে এসেছে ব্রাজিল শিবিরে। আর এবারের এই হতাশার পেছনে রহস্যময় এক কারণকে দায়ী করেছেন ব্রাজিলের কোচ দুঙ্গা। দলের অধিকাংশ খেলোয়াড় রহস্যময় এক ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলেই ব্রাজিলকে হারের মুখ দেখতে হয়েছে বলে দাবি করেছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দীর্ঘদিন পর দলে ফেরা রবিনহোর গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করে সেলেসাওদের হতাশায় ডোবান প্যারাগুয়ের মিডফিল্ডার ডেরলিস গঞ্জালেস। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানের জয় দিয়ে সেমিফাইনালের টিকেট পেয়ে গেছে প্যারাগুয়ে।
ম্যাচ শেষে হতাশাজনক এই হারের জন্য দুঙ্গা দায়ী করেছেন রহস্যময় এক ভাইরাসকে। তিনি বলেছেন, ‘আমি কোনো অজুহাত দিচ্ছি না। কিন্তু প্রায় ১৫ জন খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হয়েছে। যে কারণে আমরা ভালোভাবে অনুশীলন করতে পারিনি। তাদের কারো মাথাব্যথা, কারো শরীর, কারো পিঠ ব্যথা হয়েছে। কেউ বমিও করেছে। আজকের ম্যাচে আমাদের অনেক গতি দরকার ছিল। কিন্তু এসব কারণে আমরা সেটা পাইনি।’
কিন্তু দুঙ্গার এই দাবি ব্রাজিলের হতাশার সঙ্গে সঙ্গে আরো বিভ্রান্তি বাড়িয়েছে। দলে এমন কিছু ঘটেছে বলে জানেন না দাবি করেছেন মিডফিল্ডার ফেলিপে লুইস, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। অন্য কারো এমনটা হতে পারে। কিন্তু আমার হয়নি।’ ব্রাজিলের গোলরক্ষক জেফারসন অবশ্য সমর্থন জুগিয়েছেন কোচকে। তিনি বলেছেন, ‘সবাই সকালে জেগেছে জ্বর, মাথাব্যথা নিয়ে।’
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর শুধু ফুটবলাররা নন, ব্রাজিলিয়ান ফুটবলও অসুস্থতার কবলে পড়েছে কি না, সে সংশয় তোলা শুরু করেছেন অনেকে। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে বিদায়ের পর টানা ১০টি ম্যাচ জিতে কোপা আমেরিকায় পা রেখেছিল সেলেসাওরা। কিন্তু এবারো হতাশ হয়ে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ব্রাজিলের সৃজনশীল ফুটবলকে দূরে সরিয়ে রাখা, নেইমারের ওপর বেশি নির্ভরশীলতা ইত্যাদি কারণে ব্রাজিলকে বারবার হতাশ হতে হচ্ছে কি না, এমন প্রশ্ন উঠছে জোরেশোরে।
বিশ্বকাপেও ব্রাজিল হেরেছিল নেইমারকে ছাড়া খেলতে নেমে। এবার কোপা আমেরিকায়ও চার ম্যাচের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ছিটকে পড়েছেন নেইমার। ব্রাজিলও পেরোতে পারেনি কোয়ার্টার ফাইনালের বাধা।