রোনালদো দুই ম্যাচ নিষিদ্ধ

ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বনাশ করা সেই দৃশ্য। লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ছবি : রয়টার্স
প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মেরে কঠিন শাস্তি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।
গত শনিবার (২৪ জানুয়ারি ২০১৫) স্প্যানিশ লিগে কর্দোবার ডিফেন্ডার এদিমারকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। ম্যাচশেষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন ফিফা ব্যালন ডি’অর জয়ী। কিন্তু শাস্তি এড়াতে পারেননি।
রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে আগামী দুই ম্যাচে রোনালদোকে না পাওয়া রিয়াল মাদ্রিদকে অবশ্য একটা তথ্য স্বস্তি দিতে পারে। আগামী ৭ ফেব্রুয়ারি লিগ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনবারের ফিফা বর্ষসেরাকে নিয়ে মাঠে নামতে পারবে তারা।