২০০৯ ফেরাতে পারবে বার্সেলোনা?

২০০৯ সালে বার্সেলোনাকে বলা হতো ভিন্ন গ্রহের ফুটবল ক্লাব। পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো ট্রেবল জয়ই শুধু নয়, সে বছর ছয়টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডও গড়েছিল এফসি বার্সেলোনা। ছয় বছর পর সেই অসামান্য কীর্তি স্পর্শ করার সুযোগ কাতালানদের সামনে। বছরের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামতে যাচ্ছে বার্সা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও।
গত মৌসুমে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতে দ্বিতীয়বারের মতো ট্রেবলের উচ্ছ্বাসে মেতে ওঠা বার্সেলোনা কয়েকদিন আগে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। এ বছরের চতুর্থ শিরোপা ট্রফি কেসে সাজিয়ে পঞ্চম শিরোপার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি-পেদ্রো-ইনিয়েস্তারা।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে ব্যর্থ হলেও বার্সা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। মৌসুমের শুরু থেকে স্পেনের পরাশক্তিরা অবশ্য আক্রমণভাগের অন্যতম স্তম্ভ নেইমারকে পাচ্ছে না। মাম্পসে আক্রান্ত হওয়ায় নেইমার এখনো যোগ দিতে পারেননি দলের সঙ্গে। তবে তাঁর অভাব পূরণ করে চলেছেন পেদ্রো। সেভিয়ার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে তাঁর পা থেকেই এসেছে বার্সার জয়সূচক গোল।
যদিও ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পরও বার্সেলোনা সহজে জিততে পারেনি। কাতালানদের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ৪-৪ গোলে সমতা নিয়ে এসেছিল সেভিয়া। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে পেদ্রোর লক্ষ্যভেদ শিরোপা এনে দেয় বার্সাকে।
গত মে মাসে অ্যাথলেতিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েই কোপা ডেল রে’র শিরোপা জিতেছিল বার্সা। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে এই তথ্য কাতালানদের অনুপ্রাণিত করবেই। ১৭ আগস্ট ফিরতি লেগ হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে।