ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে ভারত। রোববার দ্বিতীয় সেমিফাইনালে তারা ১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগিতক বাংলাদেশ ও ভারত।
সিলেটে এদিন ভারতের জয়ের নায়ক রহিম আলী। ম্যাচের ২২ মিনিটে তিনি মূল্যবান গোলটি করেন।
প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনতে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশও ১-০ ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। এই আসরে এর আগে গ্রুপ পর্বেও বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।