এক ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে ভুটানকে হারিয়ে শেষ চারে উঠে যায়।
গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতে হেরে আসর থেকে বিদায় নেয় ভুটান। তারা প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছিল। তাই এক ম্যাচ জিতেই সেমিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ যুব দল।urgentPhoto
নেপালের ললিতপুরের আনফা কপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ে দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে। ৪২ মিনিটে রোহিত সরকারের গোলে এগিয়ে যায় তারা। ঠিক দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ২৭ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ২৯ আগস্ট হবে ফাইনাল।