বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না জর্ডান

বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছানো জর্ডান শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে। তবে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না জর্ডানের কোচ পল পুট।
রোববার বিকেলে ধানমণ্ডি ক্লাব মাঠে প্র্যাকটিস করেছে জর্ডান। সেখানেই সাংবাদিকদের পল পুট বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খেলবে। তা ছাড়া ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার অবকাশ নেই।’
গত বৃহস্পতিবার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ, হার মেনেছে ৫-০ গোলে। তবে বড় ব্যবধানে হার মানলেও সেই ম্যাচের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসবে বলে মনে করেন জর্ডানের বেলজিয়ান কোচ, ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটির প্রথমার্ধ আমি দেখেছি। আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বিস্তর পার্থক্য। সে ম্যাচে তাদের কিছু করার ছিল না।’
বাংলাদেশ দলের প্রশংসা করে পল পুট আরো বলেন, ‘নাম বলতে পারছি না, তবে বাংলাদেশ দলে কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। ভালো করার সামর্থ্যও তাদের আছে।’
বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডান এর আগে দুটো ম্যাচ খেলেছে। গত জুনে প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩-১ গোলে হারালেও বৃহস্পতিবার কিরগিজস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থান দ্বিতীয়। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। মাত্র এক পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশ গ্রুপের পাঁচ দলের মধ্যে সবার নিচে আছে।