বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির বিশেষ পরিকল্পনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর। এর পরের বছর ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই দুটি বিশেষ উপলক্ষকে সামনে রেখে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা এরই মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা এমন কিছু করতে চাচ্ছি যেখানে সারা পৃথিবীর, বিশেষ করে যারা ক্রিকেট খেলা দেখে, তারা যেন এক সঙ্গে বসে দেখতে পারে। অবশ্য এখনো এ ব্যাপারে কারো সঙ্গে কোনো আলাপ হয়নি।’
আয়োজন কেমন হবে সে সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘পরিকল্পনাটা এখনো প্রাথমিক পর্যায়ে। তবে তা টুর্নামেন্ট ঠিক না, একটা ম্যাচ বা একাধিক ম্যাচ হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সব দেশকে এক সঙ্গে পাওয়া খুবই কঠিন। খেলা নেই এমন সময় পাওয়াও কঠিন। এ জন্য সব থেকে বেশি খেলোয়াড় দেশ থেকে এনে একটা রিপ্রেজেন্টেটিভ ম্যাচ খেলা প্লাস আইসিসি থেকে ওটা অনুমোদন পাওয়া, এটা নিয়ে আমরা কাজ করছি।’
বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ একাদশের ম্যাচ পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘এ ধরনের কিছুই (বিশ্বকাপ একাদশ)। কি করলে বেশিরভাগ দেশের খেলোয়াড় আনা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আলাপ করছি বড় দেশলোর সঙ্গে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড...এদের নিশ্চিত করা আমাদের লক্ষ্য। তারপর আমাদের দেখতে হচ্ছে কখন ফাঁকা আছে, তাদের বেস্ট প্লেয়ারদের পাওয়া সম্ভব কি না। তারপর নির্ভর করবে বেস্ট প্লেয়াররা আমাদের এখানে আসতে চায় কি না? আমরা চেষ্টা করছি সবচেয়ে আকর্ষণীয় একটা খেলা বাংলাদেশে আয়োজন করার।’