‘সকারু’দের অপেক্ষায় বাংলাদেশ

শনিবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ফুটবল দলের। কিন্তু তার দুই দিন পর সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার মাটিতে পা রাখবে বিশ্ব ফুটবলে ‘সকারু’ নামে পরিচিত দলটি। পরদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বরে পার্থে প্রথম ম্যাচে বাংলাদেশ হার মেনেছিল ৫-০ গোলে।
‘সকারু’দের ঢাকায় আসার দিনক্ষণ পেছালেও তারা এরই মধ্যে সিঙ্গাপুরে চলে এসেছে। সেখানেই প্র্যাকটিস করছে তারা। ঢাকায় এসে অতিথিদের অনুশীলন ছাড়া সরাসরি মাঠে নামার সম্ভাবনাই বেশি।
শনিবার রাতে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে, ক্লান্তির কারণে সিঙ্গাপুরে দুদিন বিশ্রাম নিয়ে ঢাকায় পা রাখবে ‘সকারু’রা। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘১২ নভেম্বর কিরগিজস্তানের বিপক্ষে খেলার কারণে অস্ট্রেলিয়ার ফুটবলাররা কিছুটা ক্লান্ত। ই-মেইল করে এফএফএ আমাদের জানিয়েছে, অন্য কোনো কারণে নয়, খেলোয়াড়দের ক্লান্তির কথা বিবেচনা করেই তারা দুদিন পর আসছে।’
বিশ্বকাপ বাছাইপর্বে এটা হতে যাচ্ছে বাংলাদেশের সপ্তম ম্যাচ। আগের ছয় ম্যাচের পাঁচটিতে কিরগিজস্তানের কাছে ৩-১ ও ২-০, জর্ডানের কাছে ৪-০, অস্ট্রেলিয়ার কাছে ৫-০ এবং তাজিকিস্তানের কাছেও ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত জুনে ঢাকায় শুধু তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করতে পেরেছিল লাল-সবুজের দল। মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপে সবচেয়ে নিচে আছে বাংলাদেশ।