টেনিস ২০১৫ : জোকোভিচ ও সেরেনার বছর

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরুটা দারুণভাবে করেছিলেন নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। বছরের শেষে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ছেলে ও মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ এ দুই তারকার হাতে। বছরজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২০১৫ সালটা একেবারেই নিজেদের করে নিয়েছেন জোকোভিচ ও সেরেনা।
তিনটি গ্র্যান্ড স্লামসহ ২০১৫ সালে জোকোভিচ জিতেছেন ১১টি শিরোপা। জিতেছেন ৮২টি ম্যাচ। হারের মুখ দেখতে হয়েছে মাত্র ছয়টি ম্যাচে। দারুণ একটা বছরের মধ্যেও জোকোভিচের আক্ষেপ শুধু একটা জায়গাতেই—ফ্রেঞ্চ ওপেন। তৃতীয়বারের মতো ফাইনালে হারের মুখ দেখে এই শিরোপা এখনো অধরাই থেকে গেছে এ সময়ের সেরা টেনিস খেলোয়াড়ের। এ বছর ফ্রেঞ্চ ওপেন জিততে পারলে তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার বিরল কৃতিত্ব অর্জন করতে পারতেন ‘জোকার’। তবে সেই আক্ষেপ সত্ত্বেও জোকোভিচের কাছে এটাই এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা বছর। তিনি বলেছেন, ‘এসব অর্জনের জন্য আমি খুবই গর্বিত। এটা অনেক লম্বা একটা মৌসুম ছিল। কিন্তু এটাই আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।’ শুধু দোহা ওপেন বাদে ২০১৫ সালে জোকোভিচ যে কয়টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার সবকটিতেই গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। দোহা ওপেনে শুধু বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
জোকোভিচের মতো আক্ষেপ করতে হয়েছে সেরেনাকেও। মেয়েদের এককে সেরেনাও জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের সেমিফাইনালে হারের মুখ না দেখতে হলে মেয়েদের টেনিসের চতুর্থ খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের বিরল কৃতিত্ব অর্জন করতে পারতেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। সব মিলিয়ে এ বছর সেরেনা জিতেছেন পাঁচটি শিরোপা। সেপ্টেম্বরে ইউএস ওপেনের সেমিফাইনালে হারের পর বছরের বাকি প্রতিযোগিতাগুলোতে আর অংশ নিতে পারেননি ইনজুরির কারণে।
ইনজুরি ও বাজে ফর্মের কারণে বছরটা একেবারেই ভালো কাটেনি ছেলেদের এককের আরেক শীর্ষ তারকা রাফায়েল নাদালের। ২৪টি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন মাত্র তিনটি শিরোপা। ২০০৫ সাল থেকে যে ফ্রেঞ্চ ওপেনকে নিজের ঘাঁটি বানিয়ে ফেলেছিলেন, সেই প্রিয় প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে জোকোভিচের কাছে হেরে। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০টি ফ্রেঞ্চ ওপেনের মধ্যে নয়টিই জিতেছিলেন নাদাল।
ছেলেদের টেনিসের আরেক শীর্ষ তারকা রজার ফেদেরার এ বছর জিতেছেন ছয়টি শিরোপা।