ফেদেরারের হাতে দৈত্যাকার র্যাকেট!

সাধারণত দুই ফুট দৈর্ঘ্যের র্যাকেট নিয়ে কোর্টে নামতে দেখা যায় টেনিস খেলোয়াড়দের। কিন্তু রোববার বিশাল আকারের র্যাকেট হাতে খেলতে দেখা গেল রজার ফেদেরারকে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যেই কি এমন অভিনব উদ্যোগ এই সুইস তারকার? না, ব্যাপারটা আসলে তেমন নয়। শিশুদের জন্য আয়োজিত এক বিশেষ ইভেন্টে দৈত্যাকার র্যাকেট হাতে কোর্টে নেমেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী।
urgentPhoto
শিশুদের বিনোদন দেওয়া ও টেনিসের প্রতি আগ্রহ বাড়ানোর এই বিশেষ আয়োজনে ফেদেরারের সঙ্গী ছিলেন তিন টেনিস তারকা রাদেক স্তেপানেক, গার্বিন মুগুরুজা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।
ফেদেরারকে তো শুধু বড় আকারের র্যাকেট দিয়ে খেলতে দেখা গেছে। আজারেঙ্কা হাতে তুলে নিয়েছিলেন দুটো বিশাল তলোয়ার, যেমনটা দেখা যায় ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলস’ কমিকসের সেই লড়াকু কচ্ছপদের হাতে। কমিকসের কচ্ছপরাও হাজির ছিল এই অভিনব আয়োজনে। শিশুদের প্রিয় আরো কয়েকটি কার্টুন চরিত্র সারা দিন বিভিন্ন কর্মকাণ্ডে মাতিয়ে রেখেছে ব্রিসবেনের প্যাট রাফটার অ্যারেনা। ডোরা, স্পঞ্জববদের নানা কীর্তিকলাপে জমজমাট ছিল শিশুদের জন্য আয়োজিত বিশেষ ইভেন্টটি।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। পঞ্চমবারের মতো এই আসরের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন ফেদেরার। তখন অবশ্য তাঁর হাতে স্বাভাবিক আকৃতির র্যাকেটই দেখা যাবে!