রেকর্ড থেকে আর একটি জয় দূরে সেরেনা

টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটি ১৯৯৯ সাল থেকে আছে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের দখলে। সে বছরই প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। আর তার পর থেকে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্টেফি গ্রাফের রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে চলে এসেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে পারলেই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করে স্টেফি গ্রাফের পাশে নাম লেখাতে পারবেন সেরেনা।
এ জন্য সেরেনার চাই আর মাত্র একটি জয়। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিততে পারলেই রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলতে পারবেন মেয়েদের টেনিসের শীর্ষ এই তারকা। কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে হারানোর পর সেমিফাইনালেও সেরেনা পেয়েছেন সহজ জয়। অগ্নিয়েস্কা রাদওনেস্কাকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পা রেখেছেন তিনি। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে সেরেনাকে লড়তে হবে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরের বিপক্ষে। এবারই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে আসতে পেরেছেন কেরবের।
মেয়েদের টেনিসে সব মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটি আছে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের দখলে।