এনামুলের কাঁধে সফল অস্ত্রোপচার
স্কটল্যান্ডের বিপক্ষে একটি চার ঠেকাতে গিয়ে ডান কাঁধে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও এনামুল হককে দেশে ফেরত পাঠানো হয়নি। গত বুধবার মেলবোর্নে এই ডানহাতি ওপেনারের কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে।
শুক্রবার ফেসবুকে এনামুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমার কাঁধের অস্ত্রোপচার সফল হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘মেলবোর্নের এভিনিউ হাসপাতালে এনামুলের অস্ত্রোপচার হয়েছে। এই হাসপাতালে এর আগে মাশরাফি ও তামিমেরও অস্ত্রোপচার হয়েছিল। এনামুলের কাঁধের হাড় জোড়া লাগতে কয়েক দিন সময় লাগবে। আর মাঠে ফিরতে কমপক্ষে দুই মাস লাগতে পারে।’
গত ৫ মার্চ ডান কাঁধে চোট পাওয়ার সাথে সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এনামুলকে। তখনই জানা যায়, তাঁর কাঁধের হাড় সরে গেছে। এনামুলের জায়গায় ইমরুল কায়েসকে বিশ্বকাপের দলে নিয়েছে বাংলাদেশ।