মাবিয়াকে মুশফিকের অভিনন্দন

অন্য দেশগুলো যখন সোনালি সাফল্যে ভাসছে, তখন বাংলাদেশ শিবিরে ছিল হতাশা। ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’-খ্যাত এই গেমসের প্রথম দুই দিনে এই দশা ছিল। তৃতীয় দিনে মাবিয়া আক্তার ভারোত্তোলনে প্রথম স্বর্ণপদক এনে দিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন। তাই আবেগ ধরে রাখতে পারেননি এই ভারোত্তোলক। জাতীয় সংগীত চলাকালীন আনন্দ অশ্রু ঝরে পড়েছে তাঁর চোখ বেয়ে।
মাবিয়ার এই কীর্তিতে পুরো দেশ গর্বিত। স্বাভাবিক কারণে অভিনন্দনের জোয়ারেও ভাসছেন তিনি। বাদ যাননি বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনিও অভিনন্দন জানিয়েছেন এই সোনার মেয়েকে।
মুশফিক এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দুবাইতে রয়েছেন। দুবাইতে বসেই তিনি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন, ‘এস এ গেমসে স্বর্ণপদক জয়ের পর জাতীয় সংগীত চলাকালীন আবেগ ধরে রাখতে পারেননি মাবিয়া আক্তার। চোখ থেকে বের হতে থাকে আনন্দের অশ্রু। অভিনন্দন তাঁকে!’
রোববার ভারতের গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে ক্লিন আর জার্ক মিলিয়ে মোট ১৪৯ কেজি উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া। স্ন্যাচে ৬৭ কেজির পর জার্কে ৮২ কেজি তুলেছেন তিনি।
পুরস্কার গ্রহণের সময় পোডিয়ামে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মাবিয়া। ‘আমার সোনার বাংলা’র সুর বেজে উঠতেই স্যালুট দিতে দিতে অঝোরে কেঁদেছেন তিনি।