আজ কি দুঃখ ভোলার দিন?
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের নিজেদের তৃতীয় ম্যাচে আজ বুধবার রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। তার ওপর তাসকিন ও আরাফাত সানির বিরুদ্ধে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বেশ বিপর্যস্ত বাংলাদেশ দল। বিষণ্ণ দেশের লাখো ক্রিকেটপ্রেমী জনগণও। সে হিসেবে আজকের ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য প্রত্যাবর্তনের। অন্তত এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
নিজেদের বিরুদ্ধে ওঠা নানা সমালোচনা আর অভিযোগের জবাব দেওয়ার আজই সংযোগ বলে মনে করছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার এক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বরাবরই টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তা নিয়ে হয়তো সমালোচনাও হচ্ছে। এবার আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার।’
আর সে জন্যই সুপার টেনের শেষ দুই ম্যাচ স্মরণীয় করে রাখার মতো কিছু করতে চান বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘সুপার টেনের শেষ দুই ম্যাচে আমরা দুই শক্তিশালী দলের মোকাবিলায় নামব। তার পরও আমরা মনে রাখার মতো কিছু করতে চাই। আমাদের চেষ্টা থাকবে তেমন কিছু করার।’
প্রিয় দল মনে রাখার মতো একটি খেলা উপহার দেবে, এমন আশাতেই এখন তাকিয়ে রয়েছেন গোটা দেশের মানুষ।