‘মহারণে’ আজ নামছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপার লড়াই আজ রোববার। সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
দুই দলের সামনেই ইতিহাস রচনা করার সুবর্ণ সুযোগ হয়ে আসছে এই ফাইনাল। অতীতে কখনোই একই দেশের টি-টোয়েন্টির বিশ্ব আসরে দুবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। এ ম্যাচে যে জিতবে, প্রথম দল হিসেবে তারাই সে রেকর্ড দখলে নেবে।
মহারণের সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ অতীত থেকে অনুপ্রেরণা নিতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ১৩ ম্যাচের দেখায় নয়বারই জিতেছে তারা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ আসরে ক্রিস গেইলদের পথচলার শুরুটাই হয়েছিল ইংলিশদের হারিয়ে। লম্বা মারকুটে ব্যাটিং লাইনআপ তাদের বড় শক্তির নাম। যদিও অলরাউন্ড তারকায় ঠাসা ক্যারিবীয়দের বিপক্ষে প্রতিশোধের ছক সাজিয়ে অপেক্ষা করছে ইয়ন মরগানের ইংল্যান্ড। উইকেট বুঝে সেরা কম্বিনেশন বেছে নিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারা। বড় রান তাড়া করে জেতার নতুন এক রেকর্ড এই আসরে করে দেখিয়েছে ইংলিশরা। যে কারণে ফর্মে থাকা রুট-বাটলাদের ওপর ভর করে স্বপ্ন দেখছে ইংল্যান্ডও।