মুস্তাফিজকে নিয়ে হেইডেনের উচ্ছ্বাস

বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। দেশের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বিদেশেও প্রশংসিত। মুস্তাফিজুর রহমানের প্রশংসায় অনেক ক্রিকেটবোদ্ধাই পঞ্চমুখ। তাঁদের মধ্যে অন্যতম ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনারের দৃঢ় বিশ্বাস, ‘ডেথ ওভার’ বা ইনিংসের শেষ ওভারগুলোতে মুস্তাফিজই এ মুহূর্তে সেরা বোলার।
সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ চলার সময় একটা জরিপ চালিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। জরিপের প্রশ্ন ছিল, ‘ডেথ ওভারে কে সেরা বোলার?’ আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, ৫২ শতাংশ ভারতের জাসপ্রিত বুমরাহ ও ৪৮ শতাংশ ভোট দিয়েছেন মুস্তাফিজের পক্ষে।
হেইডেন কিন্তু শেষ ওভারগুলোতে বাংলাদেশের কাটার-মাস্টারকেই এগিয়ে রাখছেন। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ীর অভিমত, ‘স্লগ ওভারে আমি মুস্তাফিজকেই এগিয়ে রাখব।’
কেন এগিয়ে রাখছেন, তার কারণও জানিয়েছেন অবসরের পর ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা হেইডেন, ‘আমি মুস্তাফিজকে এশিয়া কাপে বোলিং করতে দেখেছি। সেই টুর্নামেন্টে সে দারুণ বোলিং করেছিল। সে সব ধরনের পিচ খুব ভালোভাবে পড়তে পারে। এমনকি মড়া পিচও।’ এখানেই না থেমে ১০৩টি টেস্ট ও ১৬১টি ওয়ানডে খেলা হেইডেন প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন মুস্তাফিজকে, ‘ওর ক্রিকেট-মস্তিষ্ক অসাধারণ। সে ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়ে ফেলতে পারে। এত অল্প বয়সে এমন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য।’