ইতিহাসের দোরগোড়ায় রোনালদো

রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর অজস্র সাফল্য, অনেক অর্জন। কিন্তু জাতীয় দলের হয়ে শুধু হতাশাই সঙ্গী হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন অবশ্য দারুণ এক অর্জনের হাতছানি পর্তুগিজ তারকার সামনে। আজ রাতে আইসল্যান্ডের বিপক্ষে একটি গোল করলেই ইতিহাস গড়বেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর চারটি আসরে গোল করার কীর্তি গড়বেন তিনি।
রিয়ালের হয়ে সদ্যসমাপ্ত মৌসুমটা ভালোই কেটেছে রোনালদোর। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৬টিসহ মৌসুমে মোট ৪৮টি গোল করেছেন তিনি। রিয়ালের একাদশ চ্যাম্পিয়নস লিগ জয়ে বিশাল অবদান রাখা রোনালদোর সামনে এবার স্বদেশকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ।
তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোর পর্তুগালের হয়ে সেরা সাফল্য ইউরোতেই, ২০০৪ সালে। এক যুগ আগে ঘরের মাঠের ইউরোতে ফাইনালে উঠলেও গ্রিসের কাছে হেরে গিয়েছিল পর্তুগিজরা। গতবার সেমিফাইনালে উঠে টাইব্রেকারে হার মেনেছিল স্পেনের কাছে।
যথারীতি এবারো শিরোপা জয়ের লড়াইয়ে পর্তুগালকে কিছুটা পিছিয়ে রাখছেন ফুটবল-বিশেষজ্ঞরা। পর্তুগিজদের চিন্তা-ভাবনায় অবশ্য এখনই শিরোপা নেই। আপাতত তাদের সব চিন্তা অধিনায়কের রেকর্ডকে ঘিরে। মিডফিল্ডার জোয়াও মোতিনিয়োর আশাবাদ, ‘ক্রিস্টিয়ানোর গোল করার ক্ষমতা দুর্দান্ত। সে জীবনে অনেক গোল করেছে। আশা করি আগামীকালও তার গোল করার দক্ষতা দেখা যাবে মাঠে।’
আরেকটি রেকর্ডও হাতছানি দিচ্ছে রোনালদোকে। ইউরোতে সবচেয়ে বেশি নয়টি গোল করার কৃতিত্ব মিশেল প্লাতিনির। ফরাসী কিংবদন্তির এই রেকর্ড ভেঙে দিতে রোনালদোর প্রয়োজন চার গোল। ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতায় আপাতত রিয়াল তারকার গোল ছয়টি।