শুরুতেই আবাহনীর হোঁচট

বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আবাহনীর হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলস চোরবা। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুরুটা ভালো হলো না ঢাকা আবাহনীর। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছে দুই মৌসুম পর লিগে ফেরা রহমতগঞ্জের সঙ্গে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলস চোরবার গোলে এগিয়ে যায় আবাহনী। তবে পরের মিনিটেই রহমতগঞ্জকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড সলোমন।
৭২ মিনিটে আবাহনী আবার এগিয়ে যায় হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ড্যামিয়েন গাবোরের গোলে। কিন্তু তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারেনি পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে মান্নাফের লক্ষ্যভেদ মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় রহমতগঞ্জকে।