রিও অলিম্পিকে বোমাতঙ্ক!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/06/photo-1470494211.jpg)
রিও অলিম্পিকের উদ্বোধনী দিনেই দেখা দিল বোমাতঙ্ক। রাস্তায় পড়ে থাকা দুটি ব্যাগ থেকে পথচারীদের মধ্যে ওই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেন তেন জায়গায় নয়, বিচ ভলিবল কোর্টের পাশেই ওই ব্যাগ দুটি পাওয়া যায়। তবে একটি রোবট পরীক্ষা-নিরীক্ষা করে জানান দিল, ভয়ের কিছু নেই।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যার পর ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা এলাকায় এ ঘটনা ঘটে। তখন মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছিল পৃথিবীর সর্ববৃহৎ খেলার আসর অলিম্পিকের উদ্বোধন।
মিরর জানিয়েছেন, বিচ ভলিবল ভেন্যুর বাইরে একটি কালো ব্যাগ ও কাঁধে ঝোলানো ছোট একটা লাল ব্যাগ পড়েছিল রাস্তায়। সেই থেকে আতঙ্ক শুরু। মুহূর্তেই খালি হয়ে যায় পুরো পথ। সঙ্গে সঙ্গে হাজির হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেনাসদস্য ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে সন্দেহজনক ওই ব্যাগগুলোর কাছে পাঠানো হয় একটি রোবটও। পরে সবাইকে স্বস্তি দিয়ে জানানো হয়, ওই ব্যাগে বোমাজাতীয় কিছু নেই। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা পরে ব্যাগটি খুলে পরীক্ষা-নিরীক্ষা করেন।
ওই আতঙ্কের পর আবারও ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ে রিও অলিম্পিক স্টেডিয়ামের পথে। পথচারীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, স্টেডিয়ামের দিকে ছুটে আসছে ‘অনুমোদনহীন ড্রোন’। যদিও তেমন কিছুই ঘটেনি।
ব্রাজিলে চলছে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা। ব্রাজিলিয়ানদের একটি বিশাল অংশ নিজেদের দেশে আয়োজিত অলিম্পিকের বিরোধিতাও করছে। পরিস্থিতি মোকাবিলায় রিওজুড়ে ৮০ হাজার নিরাপত্তাকর্মী কাজ করে যাচ্ছেন।