ভেঙে গেল সানিয়া-হিঙ্গিস জুটি

মেয়েদের দ্বৈতে ভালোই জমেছিল ভারতের সানিয়া মির্জা ও সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের জুটি। একসঙ্গে তাঁরা জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। দখল করেছিলেন টেনিসের দ্বৈত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি টুর্নামেন্টে ব্যর্থতার পর আলাদা পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া ও হিঙ্গিস। টুইটারে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের জুটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
২০১৫ সালে জুটি বাঁধার পর থেকেই একের পর এক সাফল্য পেয়েছেন সানিয়া ও হিঙ্গিস। তিনটি শিরোপা জিতে অংশ নিয়েছিলেন উইম্বলডনে। সেখানেও তাঁরা হেসেছেন বিজয়ীর হাসি। ২০১৫ সালের ইউএস ওপেন ও ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও উঠেছিল ‘সানটিনা’ জুটির হাতে। কিন্তু এরপর থেকেই যেন পথ হারিয়েছিলেন তাঁরা। একে একে হারের মুখ দেখেছেন কাতার ওপেন, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেনে। ফ্রেঞ্চ ওপেনেও হেরে গেছেন তৃতীয় রাউন্ডে। একের পর এক ব্যর্থতার কারণেই জুটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া ও হিঙ্গিস। টুইটারে এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘তিনটি গ্র্যান্ড স্লাম ও ১১টি ডব্লিউটিএ শিরোপা জয়ের পর আমরা আলাদাভাবে জুটি গড়ার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত আমাদের দুর্দান্ত সাফল্যের কারণে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সে অনুযায়ী কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। আমরা এটা পরিস্কার করতে চাই যে, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে আমরা পুরোপুরি পেশাদারী একটা সিদ্ধান্ত নিয়েছি।’
ধারণা করা হচ্ছে যে, এবছরের বাকি সময়ে হিঙ্গিস জুটি বাঁধবেন যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েঘের সঙ্গে। আর সানিয়াকে খেলতে দেখা যাবে চেক প্রজাতন্ত্রের বারবোরা স্টিরকোভার সঙ্গে জুটি বেঁধে। টেনিস কোর্টের জুটি ভেঙে দিলেও ব্যক্তিগত বন্ধুত্বটা যে অটুট থাকবে সেটা ভক্তদের স্মরণ করিয়ে দিয়েছেন সানিয়া ও হিঙ্গিস, ‘পেশাদারি এই সিদ্ধান্তটা কোনোভাবেই আমাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।’
এ বছরের অক্টোবরে অবশ্য টেনিস কোর্টেও আবার একসঙ্গে দেখা যাবে ‘সানটিনা’ জুটিকে। তখন তাঁরা খেলবেন বছরের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসে। গত বছর তাঁরা একসঙ্গেই জিতেছিলেন এই প্রতিযোগিতার শিরোপা।