গ্রেনাডাতেও চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্টের শেষ দিনে জেসন হোল্ডারের দৃঢ়তা ভরা শতকে কোনোরকমে হার এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গ্রেনাডায় দ্বিতীয় টেস্টেও স্বস্তিতে নেই ক্যারিবীয়রা। স্বাগতিকদের প্রথম ইনিংস ২৯৯ রানে গুটিয়ে বিনা উইকেটে ৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।
ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৮৮ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবীয়দের বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন মারলন স্যামুয়েলস। তবে ৯৪ রান নিয়ে ব্যাট করতে নামা স্যামুয়েলস ক্যারিয়ারের সপ্তম শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হয়ে গেছেন ১০৩ রান করে। আগের দিন শেষে ৬ রানে অপরাজিত অধিনায়ক দীনেশ রামদিনের অবদান ৩১ রান। হোল্ডারের ব্যাট থেকে এসেছে ২২ রান।
২৪৭ রানে নবম উইকেট হারিয়ে আড়াইশর মধ্যে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তিন বছর পর টেস্ট খেলতে নামা দেবেন্দ্র বিশু ও শ্যানন গ্যাব্রিয়েলের দৃঢ়তা তিনশর কাছাকাছি নিয়ে গেছে স্বাগতিকদের। শেষ উইকেটে ৫২ রানের জুটি গড়েছেন দুজনে। বিশু ৩০ রান করে আউট হয়ে গেলেও গ্যাব্রিয়েল অপরাজিত ছিলেন ২০ রানে। ৬১ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টুয়ার্ট ব্রড।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের কোনো ক্ষতি হতে দেননি অধিনায়ক অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রট। কুক ৩৭ ও ট্রট ৩২ রানে অপরাজিত।