রুটের শতকে শক্ত অবস্থানে ইংল্যান্ড

জো রুটের অপরাজিত শতকে দ্বিতীয় টেস্টে বড় লিড নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৯৯ রানের জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৩ রান।
গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে ১২৫ রান উপহার দিয়ে বিচ্ছিন্ন হন অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রট। ৫৯ রান করা ট্রটকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেওয়ার কৃতিত্ব তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা লেগস্পিনার দেবেন্দ্র বিশুর।
প্রায় দুই বছর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি কুক। বৃহস্পতিবার তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা জাগালেও ৭৬ রান করে আউট হয়ে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ৭৭ রান করা গ্যারি ব্যালেন্সকেও সেই আক্ষেপে পুড়তে হয়েছে।
তবে রুটকে আফসোস করতে হয়নি। ষষ্ঠ টেস্ট শতক করে ১১৮ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ১৬৫ বলের দারুণ ইনিংসটা সাজানো ১৩টি চার ও দুটি ছক্কায়।