‘হোয়াইটওয়াশ’ হয়ে হতাশ পিসিবি-প্রধান

বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার লজ্জায় ডুবেছে পাকিস্তান দল। দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। পাকিস্তান দল দেশে ফেরার পর এই ব্যর্থতা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত এক বছরে এটা পাকিস্তানের পঞ্চম ওয়ানডে সিরিজ হার। তবে আগের ব্যর্থতাগুলো এতটা ক্ষোভ আর সমালোচনার ‘ঝড়’ তোলেনি পাকিস্তানে। কোচ ওয়াকার ইউনিসের অপসারণ এবং ওয়ানডে দলে ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমলকে ফেরানোর দাবিও উঠেছে দেশটির ক্রিকেট অঙ্গনে।
বাংলাদেশ সফর শেষ হওয়ার পর সব কিছু খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে পিসিবি-প্রধান বলেছেন, ‘আমাদের এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। সব কিছু পর্যালোচনা করে দেখার জন্য আমরা এই সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’
লজ্জাজনক ব্যর্থতার হতাশা অবশ্য গোপন করতে পারেননি শাহরিয়ার। সেই সঙ্গে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ পিসিবি চেয়ারম্যান, ‘পাকিস্তানের সব ক্রিকেট-ভক্তের মতো আমিও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ভীষণ হতাশ।’
‘আমরা দুর্দান্ত বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি। দলটি গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। তারপরও পাকিস্তানের এ রকম পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। পাকিস্তান দলের ভালো করতে সময় লাগবে।’
এমন হতাশার মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শাহরিয়ার। ওয়ানডে দলের নতুন অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে অভিহিত করেছেন তিনি। তিন তরুণ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম আর সামি আসলামেরও প্রশংসা করেছেন পিসিবি-প্রধান।