প্রথম টেস্টের দলে সৌম্য সরকার

তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি এখন বাংলাদেশের ক্রিকেটাকাশের নতুন তারকা। চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেতে দেরি হলো না সৌম্য সরকারের। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাঁকে। আগামী ২৮ এপ্রিল থেকে খুলনায় শুরু হবে প্রথম টেস্ট।
বাংলাদেশের ১৪ সদস্যের দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেস বোলার মোহাম্মদ শহীদ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে উপেক্ষিত হলেও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ওপেনার ইমরুল কায়েস ও পেসার শাহাদাত হোসেন। আছেন তাইজুল ইসলাম, জোবায়ের হোসেন আর শুভাগত হোম চৌধুরীও। তিনজনের কেউই ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে ছিলেন না।
পেসার তাসকিন আহমেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। অনুমিতভাবে মাশরাফি বিন মুর্তজাও নেই।
প্রথম টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জোবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।