জমে উঠেছে গ্রেনাডা টেস্ট

জো রুটের ১৮২ রানের দুর্দান্ত ইনিংসটির সুবাদে প্রথম ইনিংসে ১৬৫ রানের লিড নিয়ে ভালো অবস্থান তৈরি করেছিল ইংল্যান্ড। আশা জেগেছিল গ্রেনাডা টেস্ট জয়ের। কিন্তু ক্রেইগ ব্র্যাথওয়েইটের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
ইংলিশ বোলাররা অসাধারণ নৈপুণ্য না দেখাতে পারলে নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগিয়ে যাবে গ্রেনাডা টেস্ট। চতুর্থ দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ৩৭ রানে। ১০১ রান করে অপরাজিত আছেন ব্র্যাথওয়েইট। ২২ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিং শুরু করবেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান মারলন স্যামুয়েলস।
৬ উইকেটে ৩৭৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ইংল্যান্ড। জো রুট দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন দ্বিশতকের দিকে। কিন্তু শেষপর্যন্ত সঙ্গীর অভাবে ১৮২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে। লেগস্পিনার দেবেন্দ্র বিশুর ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন জস বাটলার ও স্টুয়ার্ট ব্রড। রানআউটের ফাঁদে পড়েছেন ক্রিস জর্ডান ও জেমস অ্যান্ডারসন।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারেই ওপেনার ডেভন স্মিথকে বোল্ড করেছিলেন অ্যান্ডারসন। তবে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামলেছিলেন ব্র্যাথওয়েইট ও ড্যারেন ব্রাভো। ৬৫ রান করা ব্রাভোকে আউট করে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন ব্রড। কিন্তু তৃতীয় উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আবার ইংলিশ বোলারদের ভোগাচ্ছেন ব্র্যাথওয়েইট ও স্যামুয়েলস।