টেস্ট খেলতে খুলনায় বাংলাদেশ ও পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে খুলনা পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। আজ রোববার বিকেলে যশোর বিমানবন্দর থেকে সড়কপথে খুলনা আসেন তাঁরা।
খুলনায় দুই দেশের ক্রিকেটাররা উঠেছেন হোটেল সিটি ইনে। নিরাপত্তার খাতিরে হোটেলের সামনের মজিদ স্মরণিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া পুরো এলাকা ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) শেখ মনিরুজ্জামান।
আগামীকাল রোববার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে বাংলাদেশ দল এবং দুপুরের পর পাকিস্তান ক্রিকেট দল প্র্যাকটিস করবে। আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে শুরু হবে টেস্ট ম্যাচ।
প্রথম টেস্টের বাংলাদেশ দলে রয়েছেন মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জোবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।
একদিনের ম্যাচে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। জয়ের সেই ধারাবাহিকতা রক্ষা করে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখে মাশরাফি বাহিনী।
আর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। ছয়টি ম্যাচ খেলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠেছিল টাইগাররা।