ছিটকে পড়লেন রাহাত আলীও

একে তো একটানা পরাজয়ের লজ্জা। তার ওপরে একের পর এক চোটের আঘাত। বাংলাদেশ সফরে পাকিস্তানের একদম নাজেহাল অবস্থা। সফরকারীদের দুশ্চিন্তার বোঝা বাড়িয়ে এবার বিদায় নিলেন চোট আক্রান্ত বাঁহাতি পেসার রাহাত আলী।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইটারের মাধ্যমে জানিয়েছে, ‘হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন রাহাত আলী। তাঁর জায়গায় কাউকে নেওয়া হলে সেই ঘোষণা শিগগিরই দেওয়া হবে।’
২৬ বছর বয়সী রাহাত পাকিস্তান দলে ইনজুরি তালিকার পঞ্চম সংযোজন। এর আগে ব্যাটসম্যান শোয়েব মাকসুদ, দুই পেসার সোহেল খান ও এহসান আদিল এবং লেগস্পিনার ইয়াসির শাহকে হারিয়েছে পাকিস্তান।
ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি-টোয়েন্টিতে সহজে জেতার পর আগামী মঙ্গলবার থেকে খুলনায় প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ মে থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।