গ্রেনাডায় ইংল্যান্ডের দারুণ জয়

প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েইটের শতক গ্রেনাডা টেস্টে ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে ২ উইকেটে ২০২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ক্যারিবীয়রা শেষ দিনে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি। জেমস অ্যান্ডারসনের তোপ আর মইন আলীর ঘূর্ণিতে কুপোকাত স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ৩০৭ রানে। ১৪৩ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে একটির বেশি উইকেট হারাতে হয়নি সফরকারীদের।
৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ইংল্যান্ড। আগামী ১ মে থেকে বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
১০১ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা ব্র্যাথওয়েইট বেশি দূর যেতে পারেননি। ১১৬ রান করে অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়েছেন জো রুটকে। আগের দিন শেষে ২২ রানে অপরাজিত মারলন স্যামুয়েলসও বেশিক্ষণ টিকতে পারেননি, ৩৭ রান করে অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন। এরপর অধিনায়ক দীনেশ রামদিন (২৮) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় দেড়শ রানের লিডও নিতে পারেনি ক্যারিবীয়রা। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে অ্যান্ডারসন ইংল্যান্ডের সেরা বোলার। ৫১ রানে মইন আলীর শিকার তিনটি।
জবাবে শুরুতে জোনাথন ট্রটকে (০) হারালেও অধিনায়ক অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালেন্সের দৃঢ়তায় জয় পেতে সমস্যা হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া কুক ৫৯ ও ব্যালেন্স ৮১ রান করে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে অপরাজিত ১৮২ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে জো রুটের হাতে।