শেষটা রাঙাতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
শেষ ভালো যার, সব ভালো তার—পাকিস্তানের বিপক্ষে এই শেষটাই রাঙাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। কাগজে-কলমে সেমিফাইনালের সম্ভাবনা কিছুটা থাকলেও আপাতত জয়েই চোখ বাংলাদেশ।
সেই লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে আজ রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল, নাকি তোমার মন! বিখ্যাত গানের কলি। গানের এই কলির মতোই অনেকটা দ্বিধা-দ্বন্দ্ব ছড়িয়ে থাকে চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা ক্রিকেটে। সেই ক্রিকেটে বাংলাদেশ আরও অনিশ্চিত। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে তীরে এসে আরেকবার ডোবাল তরি।
ভারতের সঙ্গে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখত বাংলাদেশ। কাল পাকিস্তানকে হারালেই প্রথমবার সেমিফাইনালে খেলার সুযোগ পেত লাল-সবুজের দল। সেটি না হওয়ায় সমীকরণ ঝুলছে যদি-কিন্তু নামক সুতোর ডগায়। হারলে বাদ, জিতলেও মেলাতে হবে অঙ্ক, মিললে তবেই শেষ চার। যদিও বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম অত কিছু না ভেবে নজর দিচ্ছেন ম্যাচে।
ম্যাচের আগের দিন শ্রীরাম বললেন, ‘ভারতের কাছে এমন ক্লোজ হার দলের জন্য বড় শিক্ষা। তবে, পাকিস্তানকে হারানো সম্ভব। ত্রিদেশীয় সিরিজে ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা হয়েছে। আশা করি, সুপার টুয়েলভের শেষ ম্যাচে আমাদের দল ভালো খেলবে। সেমিফাইনালে খেলা না খেলা অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে জয়ের।’
সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানি ব্যাটার শান মাসুদও শুধু জয়ের দিকে দৃষ্টি রাখছেন। কারণ, চলতি আসরে তারাও শেষ বলে হেরেছে ভারতের কাছে। বাংলাদেশের মতো তাদের সামনেও সমীকরণের মারপ্যাঁচ। শান তাই বলছেন, ‘ সেমিফাইনাল নিশ্চিত হবে কি না তা নিয়ে ভাবছি না। আমাদের নজর শেষ ম্যাচে। বাংলাদেশ ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে তা অসাধারণ ছিল। আমাদের খুব সতর্ক থাকতে হবে। চেষ্টা থাকবে ভালো পারফর্ম করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার।’
গত ম্যাচে বাংলাদেশ খেলেছে এই অ্যাডিলেডেই। চার পেসার নিয়ে খেললেও তাসকিন ছাড়া বাকিরা হতাশ করেছেন। দলে আসতে পারে পরিবর্তন। আগেরদিন একাদশ থেকে ছিটকে যাওয়া সৌম্য সরকার ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে। দলে নেওয়া হতে পারে একজন বাড়তি স্পিনার।
চেনা মাঠ, চেনা প্রতিপক্ষ, অচেনা সমীকরণ। লক্ষ্য একটিই, জয় তুলতে হবে৷ রাঙাতে হবে শেষটা। যেন নতুন শুরুর দুয়ার উন্মুক্ত হয়। চলতি আসরে দু'টো জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে গত দেড় দশক জয়বিহীন। ম্যাচের আগে যথেষ্ট জ্বালানি আছে আত্মবিশ্বাস জোগাতে।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ) : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফ।