গলের প্রথম ম্যাচেই খেলছেন সাকিব, নেই মিঠুন
ফ্যাঞ্চাইজি ক্রিকেটে খুব ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। জাতীয় দলের সিরিজ শেষ হতেই উড়াল দিয়েছিলেন কানাডায়। সেখানে খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। ওই টুর্নামেন্ট শেষ করে এবার তাঁর গন্তব্য শ্রীলঙ্কা।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছেন বাংলাদেশি তারকা। সেখানে তিনি খেলছেন গল টাইটান্সের। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেছে সাকিবের দল। আর প্রথম ম্যাচেই একাদশে আছেন বাংলাদেশি অলরাউন্ডার।
আজ সোমবার (৩১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলা অরার মুখোমুখি হয়েছে গল টাইটান্স। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করছে সাকিবদের গল।
সাকিব ছাড়াও গলে রয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে ডাম্বুলার বিপক্ষে একাদশে সুযোগ হয়নি তার। একই দলে খেলছেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকারা।
লঙ্কান প্রিমিয়ার লিগের এই আসরে সুযোগ পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন সুযোগ পেয়েছেন এবারের আসরে।
জাফনার হয়ে খেলছেন তাওহিদ হৃদয়। কলম্বো নিয়েছে শরিফুল ইসলামকে। আর সাকিব ও মিঠুনকে নিয়েছে গল টাইটান্স।