দ্বিতীয়বারের মতো মা হলেন সেরেনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/23/serena-williams.jpg)
চলতি বছরের মে মাসে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন মার্কিন সাবেক টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তখন থেকেই অপেক্ষার প্রহর গোণা শুরু হয়েছিল। অপেক্ষার প্রহর এবার ফুরিয়েছে সেরেনার। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন টেনিসের রানী। নবজাতকের নাম রাখা হয়েছে আদিরা রিভার ওহানিয়ান।
আজ বুধবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের কয়েকটি ছবি পোস্ট করে সেরেনার স্বামী অ্যালেক্সিস লেখেন,‘ ‘স্বাগত, আদিরা রিভার ওহানিয়ান। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ। সদ্যোজাত মেয়ে ও মা দুজনই সুস্থ আছে।’
স্ত্রী সেরেনাকে নিয়ে আরও লেখেন, ‘সেরেনা, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছ। তুমি সর্বকালের সেরা মা। তোমার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি।’
২০১৭ সালে ওহানিয়ানকে বিয়ে করেন সেরেনা। ওই বছর পরই প্রথম সন্তানের মা হন সেরেনা। বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা। আর একটি জিতলেই মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করতে পারতেন।