তামিমের অভিষেক, একাদশে আছেন যারা

এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে নিজের নতুন অধ্যায় শুরু করলেন তানজিদ হাসান তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই দেশের জার্সিতে অভিষেক হলো ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। লিটন দাসের অনুপস্থিতিতে বাঁহাতি এই ব্যাটারকেই বেছে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল।
এই সংস্করণে বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার তানজিদ তামিম। তার সঙ্গে আজ ওপেনিং সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ। নাঈম-তামিমের এই জুটি ওয়ানডেতে বাংলাদেশের ৭৮তম উদ্বোধনী জুটি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান বেছে নিলেন ব্যাটিং। এর কারণ হিসেবে শুষ্ক উইকেটের কথা বললেন বাঁহাতি অলরাউন্ডার।
স্বাগতিকদের বিপক্ষে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে আছেন শেখ মেহেদী হাসান। পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজ ও শরিফুল ইসলাম।
ঘরের মাঠে খেলা হলেও শ্রীলঙ্কা মানসিকভাবে পিছিয়ে থাকবে কিছুটা। চোট সমস্যায় দলের বেশ কয়েকজন তারকা বোলার ছিটকে গেছেন আসর শুরুর আগেই। অন্যদিকে চোটের কারণে বাংলাদেশ পাচ্ছে না লিটন দাস ও ইবাদত হোসেনকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।