তৃতীয় দফায় বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আগেই শঙ্কা ছিল বৃষ্টির। সেই শঙ্কাই হলো সত্যি। ভারত ইনিংসের দুই দফায় বৃষ্টির পর এবার পাকিস্তানের ব্যাটিংয়ে নামার আগে ফের বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে পান্ডিয়া ও কিশানের ফিফটিতে স্কোরবোর্ডে ২৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২৬৭ রান। তবে বৃষ্টির জন্য এখনও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই শুরু করতে পারেনি বাবর আজমের দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছ ভারতের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে গত ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করে পাকিস্তান। পুরো দলই আছে দারুণ ছন্দে। নেপাল ম্যাচে জয়কে ভারত মহারণের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার মাঠে তার প্রতিফলন কতটা দেখাতে পারেন সেটাই দেখার।
দীর্ঘ সময় পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পরস্পর দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া গত এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও, দুদলের লড়াইয়ে সমীকরণ কেবলই সংখ্যা মাত্র। মাঠের পারফরম্যান্সে নির্দিষ্ট দিনে যে এগিয়ে থাকবে সেই করবে বাজিমাত।