সংবাদ উপস্থাপকের ভূমিকায় মুশফিক!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/27/mushfiqur_rahim.jpg)
মুশফিকুর রহিম—বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও নানা বিজ্ঞাপন ও বাণিজ্যিক কাজে অংশ নেন ডানহাতি এই ব্যাটার। এবার এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সংবাদ পাঠকদের মতো হট সিটে বসে খবর পড়ছেন মুশফিক। মুশফিককে বলতে দেখা যায়, ‘আসসালামু আলাইকুম আমি মুশফিকুর রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজে।’
আসলে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনে উপস্থাপকের ভূমিকায় দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। মুশফিক ছাড়াও তামিম, সাকিব ও মাহমুদউল্লাহরা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণায় হরহামেশাই অংশ নিয়ে থাকেন। অবশ্য উপস্থাপকের ভূমিকায় এর আগে মুশফিককে না দেখা গেলেও তামিম ইকবালকে দেখা গেছে।
চলতি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন মুশফিক। ৫২.৩৩ গড়ে করেছেন ১৫৭ রান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন দুটি অর্ধশতক। এই ইনিংসগুলোকে সামনে আরও বড় করার লক্ষ্য তার।