মন্ত্রী হচ্ছেন পাপন, বিসিবি সভাপতি পদে থাকতে পারবেন?
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অবশেষে মন্ত্রীত্ব পেলেন নাজমুল হাসান পাপন। কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি, সেটা এখনও নিশ্চিত নয়। তবে, তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই দেশের ক্রিকেটে শুরু হয়েছে আলোড়ন। প্রশ্ন উঠছে, মন্ত্রীত্বের গুরু দায়িত্ব সামলানোর পাশাপাশি বিসিবি প্রধানের ভূমিকায় থাকতে পারবেন কি পাপন?
মন্ত্রীত্বের সঙ্গে বোর্ড সভাপতির কোনো সাংঘর্ষিকতা নেই। ক্রিকেট বোর্ডে পাপন চার বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি সভাপতি পদে মেয়াদ রয়েছে তার। ক্রিকেট বোর্ড ও ক্রীড়া আইনে মন্ত্রীত্ব পেলে কোনো ফেডারেশনের সভাপতিত্ব করা যাবে না- এমন কোনো নিয়ম নেই।
এর আগে, ক্রিকেট বোর্ডের সভাপতি সরকার কর্তৃক মনোনীত ছিল। অধিকাংশ ক্ষেত্রে সরকারের অনেক মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। যাদের মধ্যে অন্যতম সাবেক সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাবের হোসেন চৌধুরী। যারা মন্ত্রীত্ব এবং বোর্ড সভাপতি উভয় পদেই একসঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ধারণা করা হচ্ছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পাপন। বিসিবি’র সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালও পরিকল্পনামন্ত্রী ছিলেন। পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন বলেও অনেকে ধারণা করছেন। সব আলোচনা ছাপিয়ে বিসিবি সভাপতি পদে পাপন নিজে থাকতে চান কি না সেটাই এখন বড় প্রশ্ন।