বিশ্বকাপের স্বপ্নযাত্রায় ঢাকা ছাড়ল বাংলাদেশ দল
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ১৭ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে জমজমাট এই আসর। নানা জল্পনা-কল্পনা শেষে দল ঘোষণা এবং আনুষ্ঠানিক ফটোসেশনের পর বিশ্বকাপের স্বপ্নযাত্রা নিয়ে ঢাকা ছাড়ল শান্ত-সাকিবরা।
গতকাল বুধবার (১৫ মে) দিনগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্কোয়াডে থাকা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা। এর আগে, সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন শান্ত-রিয়াদরা। এরপরই হয় আনুষ্ঠানিক ফটোসেশন। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলটি বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে তিনটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি খেলবে। মূলত সেই সিরিজকে সামনে রেখেই আগেভাগে বিশ্বকাপের দেশে গেলেন ক্রিকেটাররা।
বিশ্বকাপে প্রত্যাশা নিয়ে হাথুরুসিংহে-শান্তর যেন একই সুর। দুজনের চাওয়া প্রথম রাউন্ড পেরোনো। হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। কারণ আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো পারফরম্যান্স করি। আমাদেরও প্রত্যাশা কম নয়। আমরা কোচ খেলোয়াড়রাও আশাবাদী। আমরা বিশ্বকাপে খুব কঠিন একটা গ্রুপে আছি। আপাতত গ্রুপ পর্ব উতরে যাওয়া মূল লক্ষ্য।’
বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। 'ডি' গ্রুপে এরপর ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকাকে, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসকে, ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবেলা করবে শান্তরা। চার গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সুপার এইটে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ ক্রিকেটার : আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ