সম্মান বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা ছিল নিছকই প্রস্তুতির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটে-বলে বলে নিজেদের তাতিতে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। অথচ এক ম্যাচেই পাল্টে গেছে প্রেক্ষাপট। প্রস্তুতির ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সম্মান বাঁচানোর লড়াই। যে লড়াইয়ে আজ বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে টসে জিতেছে বাংলাদেশ । টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের শুরুটা হয়েছে চরম হতাশার। এমন শুরু হয়ত দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। কিন্তু সূদর মার্কিন মুল্লুকে ভাবনার বাইরের গিয়েই শান্তরা ঘটালেন অঘটন। হেরে গেলেন আনকোরা যুক্তরাষ্ট্রের কাছে। ব্যাটে-বলের চরম ব্যর্থতায় ক্রিকেটের নবীন দলটির বিপক্ষে অসহায় আত্মসমর্পন করে চন্ডিকা হাথুরুসিংহের দল।
বরাবরের মতোই হতাশ করেন ব্যাটাররা। বিশেষ করে ওপেনিংয়ের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বদলাতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে হতাশ করেছেন বাকিরাও। মাঝে তাওহিদ কিছুটা লড়াই করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
কারণ, বোলাররাও পারেননি নিজেদের শতভাগ দিতে। যেই বোলিং নিয়ে আশার আলো দেখেছিল বাংলাদেশ, সেই বোলিং বিভাগও ছিল নির্বিষ। কোরে অ্যান্ডারসন-হারমিত সিংরা বরং উল্টো পরীক্ষা নেন মুস্তাফিজদের। ফলে ম্যাচ শেষে হারই সঙ্গী হয় বাংলাদেশের।
প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এবার দ্বিতীয় ম্যাচে জিতলেই বাংলাদেশের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে স্বাগতিকরা। এই লজ্জা আটকাতেই আজ টেক্সাসের মাটিতে জয় চাই বাংলাদেশের। নাহলে বিশ্বকাপের আগেই চরম ধাক্কা খাবে বাংলাদেশের ক্রিকেট।