স্টার্কের দাম ২৪ কোটি, ৫৫ লাখ নিয়ে মুখ খুললেন রিঙ্কু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/29/rinku.jpg)
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম নাম রিঙ্কু সিং। দীর্ঘদিন দলটির হয়ে মাতাচ্ছেন তিনি। অন্যদিকে বিদেশি তারকা মিচেল স্টার্কও কলকাতার জার্সিতে এবারের মৌসুম মাতিয়েছেন। দুজনেই দলটির তারকা মুখ হলেও দামে বিস্তর ফাঁরাক।
মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা। যেটা আইপিএলের ইতিহাসের নিলামে সর্বোচ্চ দাম। অথচ দলের আরেক তারকা রিঙ্কু ২০২২ সালের নিলাম থেকে মাত্র ৫৫ লাখ রুপি পেয়ে যোগ দিয়েছে কলকাতায়।
রিঙ্কুর এই মূল্য নিয়েই এবার জানতে চাওয়া হয়েছে তার কাছে। তবে, উত্তরে তিনি যা বলেছেন তাতে তা শুনে অবাক হবেন যে কেউই। ভারতের এই তারকা জানালেন, চড়া মূল্য নয়, বরং কলকাতায় ৫৫ লাখ পেয়েই খুশি তিনি।
গেল আসরে কলকাতার জার্সিতে হইচই ফেলে দিয়েছিলেন রিঙ্কু। তার ব্যাটিং চমকে বিসিসিআইও তাকে ভিড়িয়েছে জাতীয় দলে। এমনকি ভাবনায় ছিলেন বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে। কিন্তু কম্বিনেশন আর অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত রিজার্ভ খেলোয়াড় হয়ে পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের আগে নিজের আইপিএল মূল নিয়ে প্রশ্ন উঠলে ভারতীয় এক সংবাদমাধ্যমে রিঙ্কু বললেন, ‘৫০-৫৫ লাখ রুপিই অনেক। আগে তো কখনো ভাবিনি এত আয় করতে পারব। তখন তো ছোট ছিলাম। এমনকি ৫-১০ রুপি পেলেই বর্তে যেতাম। এখন ৫৫ লাখ পাই, যেটা অনেক। সৃষ্টিকর্তা যা দিচ্ছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।’
এরপর অমৃতবাণী স্মরণ করিয়ে রিঙ্কু বললেন, ‘আমি ৫৫ লাখেই সন্তুষ্ট। সত্যি কথা বললে বলতে হয়, এসবই একটা মায়া। তুমি সঙ্গে করে কিছুই আনোনি। কিছু নিয়েও যাবে না। কখন সময় বদলাবে, তুমি জানো না। একসময় তোমাকে চলে যেতে হবে। তুমি যেভাবে এসেছ, সেভাবেই ফিরে যাবে, আর কী! তাই বিনয়ী হওয়াই ভালো।’