বৈরী আবহাওয়ায় শুরু হয়নি ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপ দুদিন আগে শুরু হলেও আজ মঙ্গলবার (৪ জুন) থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়নদের খেলা। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংলিশরা। টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছেন স্কটিশ দলপতি রিচি বেরিংটন।
তবে, বার্বাডোজে বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি ম্যাচ। ম্যাচের ভেন্যুতে বৃষ্টি হতে পারে, সেটি আগেই জানিয়েছিল স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। সত্যি হলো শঙ্কা। ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছে, পরিস্থিতি ঠিক হলে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর (বাংলাদেশ সময় রাত ৯টায়)। তবে, সময়মতো খেলা শুরু হওয়ার সম্ভাবনা কিছুটা কম।
গ্রুপ ‘বি’-তে দুদলেরই এটি প্রথম ম্যাচ। তাই, জয় দিয়ে রাঙাতে চাইবে গ্রেট ব্রিটেনের দল দুটি। ম্যাচে অবশ্য পরিষ্কার ফেভারিট ইংলিশরা। একই অঞ্চলের দল হলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলার অভিজ্ঞতায় এগিয়ে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা গত ১০ বছরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৬টি টি-টোয়েন্টি খেলেছে এখানে।
টি-টোয়েন্টিতে স্কটিশদের বিপক্ষে থ্রি লায়ন্সদের এটিই প্রথম দেখা। এর আগে ২০১৮ সালে ওয়ানডেতে পরস্পর মোকাবিলা করেছে দল দুটি। সেই ম্যাচে হারের তিক্ততা পেয়েছিল ইংল্যান্ড। ছয় রানে ম্যাচটিতে জয় পায় স্কটল্যান্ড। সেই জয় নিঃসন্দেহে প্রেরণা দেবে তাদের। এরপর যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি বিশ্বকাপেই শিরোপা তুলে ধরেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান বেরিংটন। টস জিতে স্কটিশ অধিনায়ক বলেন, ‘আশা করি ছেলেরা স্মৃতি জমানোর মতো মুহূর্ত তৈরি করবে আজ। স্মরণীয় করে রাখবে দিনটি।’